Ordinance
TORRENT
WATCH
গঠনতন্ত্র
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি
অনুচ্ছেদ প্রস্তাবনাঃ
১। এই আইনজীবী সমিতি “ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি” নামে অভিহিত হইবে।
২। এই আইনজীবি সমিতির গ্রস্থাগার “জেলা আইনজীবী সমিতি গ্রন্থাগার, ময়মনসিংহ” নামে অভিহিত হইবে।
৩। আইন পেশানুরাগী সমাজের যে কোন বিশিষ্ট ব্যক্তি এককালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা বা তদূর্ধ চাঁদা প্রদানে সমিতির সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সম্মানজনক আজীবন সদস্য হইতে পারিবেন, এবং অন্য সদস্যের ন্যায় সমিতি ও কমিটির কোন পদে প্রার্থী হওয়ার অধিকার থাকিবে না।
৪।বাংলাদেশ বার কাইন্সিল কর্তৃক অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত সকল এলএলবি ডিগ্রীধারী আইনজীবী অথবা সমমানের ডিগ্রীধারী ব্যক্তি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য হইবার যোগ্য হইবেন, তবে নির্বাহী কমিটির সম্যক তদন্ত ও পরীক্ষা সাপেক্ষে অনুসন্ধান করিয়া দেখিবেন যে, আবেদক আইনজীবী আইন পেশার পরিপন্তি কোন ব্যবসায়, পেশায় বা অন্য কোন কারবারে তিনি নিয়োজিত আছেন কিনা এবং যদি জানা যায় যে, আবেদক আইনজীবী উক্তরুপ কোন ব্যবসায়, কারবারে বা পেশায় নিয়োজিত তখন নির্বাহী কমিটি এই আবেদনকারীকে সদস্যতা দিতে অস্বীকার করিবেন। (বিগত ইং ১৭-১১-৯১)সমিতির সাধারণ সভায় অনুমোদিত সিদ্ধান্ত মতে সংশোধিত।
৫। (১)বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অ্যাডভোকেট হিসাবে স্বীকৃত আইনে তালিকাভুক্ত কোন আইনজীবী তাহারও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি’র সদস্য হওয়ার ইচ্ছা পোষন করিলে ৪ অনুচ্ছেদ সাপেক্ষে নির্ধারিত ফরমে তাঁহার পরিচয় অথবা পূণ ঠিকানায় এবং অ্যাডভোকেট হিসাবে বার কাউন্সিলে তালিকাভূক্তির ক্রমিক নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ এবং অত্র সমিতির দুইজন সদস্যের সুপারিশ। (বিগত ইং ১৭-১১-৯১ তারিখে সমিতির সাধারণ সভায় অনুমোদিত সিদ্ধান্ত মতে সংশোধিত।)
(২)উপরিউক্ত (১) দফার অধীন আবেদনপত্রের সহিত এমন পরিমাণ অংকের টাকা আবেদককে সমিতির সাধারণ সম্পাদকের বরাবর জমা দিতে হইবে যে পরিমাণ সমিতি উহার বার্ষিক আজেটে নির্ধারণ করে এবং যকন সমিতির মাসিক চাঁদা সংবিধানে ব্যবস্তিত বিধিমালা এবং সিদ্ধান্ত মোতাবেক অন্যান্য ফিসসহ উক্ত আবেদপত্র দাখিল করা হয়। (বিগত ইং ১৭-১১-৯১ সমিতির সাধারণ সভার প্রস্তাব অনুযায়ী সংশোদিত)।
(৩)যদি কোন যুক্তিসংগত কারণে (১) দফার অধীন দাখিলী আবেদনপত্রটি গ্রহণযোগ্য না হয়, তাহা হইলে (২)দফার অধীন জমাকৃত টাকা ফেরৎ দেওয়া হইবে।
৬। পরবর্তী মাসের ১৫ মধ্যে অথবা পরবর্তী মাসের ১৫ তারিখ যদি ছুটির দিন পড়ে, এই অবস্থায় পুনরায় ভাড়া নির্ধারিত হারে পরিশোধ করিবেন।
৭।(১) ৬ অনুচ্ছেদে এবং অন্যকোন অনুচ্ছেদ অথবা তদাধীন গঠিত বিধি মোতাবেক এই সমিতির কোন দসস্যের প্রদেয় কোন পরিমাণ টাকা এবং মাসিক চাঁদা অত্র সংবিধানের অধীন অথবা উহার অধীন নির্ধারিত সংবিধি অনুযায়ী নির্ধারিত সংবিধি অনুযায়ী নির্ধারিত মেয়াদ মধ্যে পরিশেধে না করা হয়, তাঁহার সদস্যপদ অবিলম্বে অবসান হইয়া যাইবে এবং “সদস্য-নিবন্ধন বহি” হইতে তাঁহার নাম তাৎক্ষনিকভাবে কর্তন যাইবে এবং সেইক্ষেত্রে ভাড়াটে কক্ষসহ (চেম্বারসহ)গৃহাদি ও উহার লাগোয়া ভূমি এবং সমিতির গ্রস্তাগারে কোন পুস্তকাদি ব্যবহার করা থেকে তিনি বারিত হইবেন; এবং ৭(২) অনুচ্ছেদের বিদান সাপেক্ষে, নির্বাহী কমিট খেলাপী সদস্যদের নিকট থেকে যাবতীয় পাওনা আদায়ের সমস্ত প্রক্রিয়া সমাপনান্তে িএবং এই উপলক্ষ্যে আহুত সাধারণ সভায় হুইসের অনমোদিত সিদ্ধাক্রমে তাহাদের নাম “আইনজীবী নিবন্ধন বহি” থেকে কতনের জন্য খেলাপী সদস্যদের নামাবলী বার কাউন্সিলে প্রেরণ করিবে। (বিগত ইং ১৭-১১-৯১ তরিকে সমিতির সাধারণ সভায় অনুমোদিত সিদ্ধান্ত মতে সংশোদিত)।
(২) যদি অনুচ্ছেদের (১)দফাধীন কোন সদস্যের সদস্যপদ বাতিল হইয়া যায়, তিনি অফেরৎযোগ্য এমন পরিমাণ টাকা পুনঃভর্তি ফি বাবদ জমা দিবেন, যে পরিমাণ সমিতি উহার বাজেটে নির্ধারণ করে এবং তাঁহার সদস্যতা অবসানের তিন মাসের মধ্যে আবেদন করিতে পারিবেন। (বিগত ১৭-১১-৯১ তারিখ সমিতির সাধারণ সভায় অনুমোদিত সিদ্ধান্ত মতে সংশোধিত।
৮। ইচ্ছুক যে কোন সদস্যের ইএ সমিতি থেকে তাঁহার সদস্য পদ প্রত্যাহার করিয়া লইবার অধিকার থাকিবে এবং ৫ অনুচ্ছেদ সাপেক্ষে পুনঃভর্তি করা যাইতে পারে।
৯। (১)প্রতি বৎসর ৩১শে মার্চের মধ্যে প্রত্যেক সদস্য সিমিতির কল্যাণ তহবিল চাঁদা বাবদ বৎসরে এমন পরিমাণ টাকা প্রদান করিবেন, যে পরিমাণ টাকা সমিতি উহার বার্ষিক বাজেট বির্ধারণ করে এবং প্রত্যেক সদস্যের এক বা একাধিক নমিনি থাকা প্রয়োজন। (বিগত ইং ১৭-১১-৯১ তারিখে সমিতির সাধারণ সভায় অনুমোদিত সিদ্ধান্ত মতে সংশোধিত)
(২)যদি কোন সদস্য মুত্যুবরন করেন অথবা পেশা চালাইয়া যাইতে সম্পূর্ণরুপে অক্ষম হইয়া পড়েন, তবে সমিতির সদস্য হিসেবে (ক)কমপক্ষে পাঁচ বৎসর চাঁদা পরিশোধ করিয়া থাকিলে তাঁহার মৃত্যুতে
Leave a Reply