History
TORRENT
WATCH
বিট্রিশ শাসনের একটি পর্যায়ে ১৮৮০ সনে ময়মনসিংহ জিলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠীত হয়। বতমান কে.বি ইসিমাঈল রোডের পুরাতন আদালত ভবন তথা নতুন বির্মানাধীন আদালত ভবনের দক্ষিনে অবস্তিত মৃত্যুঞ্জয় স্কুলের বতমান অবস্থানে ময়মনসিংহ জিলা আইনজীবী সমিতি ভবন অবস্থিত ছিল।একশ বছরের বেশি বেশী সময় পূর্বে অর্থ্যাৎ ১৯০৫ সনে প্রলয়ংকরী এক ভূমিকম্পে তৎকালীন জেলা আদালত এলাকা বিধ্বস্ত হয়। সেই ভূমিকম্পের পর বর্তমান স্থানে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি স্থানান্তরিত হয়।দীঘ একশ বছরের বেশী সময়ের পথ পরিক্রমায় এই আইনজীবী সমিতি অনেক জ্ঞানী-গুণী-নিষ্ঠাবান আইনজীবীদের জন্ম দিয়েছেন। এই সকল প্রথিতযশা আইনজীবীদের গৌরবগাঁথা,
Leave a Reply